উত্তরদিনাজপুর

আচমকা দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ হাজার মানুষ

পয়লা বৈশাখের দুপুরে আচমকা ঝড় ও শিলাবৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সহ আশেপাশের এলাকায় স্বাভাবিক জনজীবন। নিমিষের মধ্যে কালো পিচের রাস্তা ঢেকে যায় সাদা আস্তরণে। প্রকৃতির এমন রুপ,আচমকা দমকা হাওয়ার সাথে শিলা বৃষ্টির জেরে আতঙ্কিত সাধারন মানুষ। প্রায় মিনিট পনেরো ধরে চলে তুমুল শিলাবৃষ্টি। এদিনের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিরঘই, বরুয়া, রায়নগর, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরুণা ও মুস্তোফানগর, দক্ষিণ দিনাজপুর কুশমুন্ডি ঝাপরা গাচ্ছি, ডই রোল, বলরামপুর, মানিকর আরো বহু এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন এই শিলাবৃষ্টির কারনে বহু মানুষের বাড়ির টিন ফুটো হয়ে যায়, পাশাপাশি জমির ফসলও ক্ষতিগ্রস্ত হয়।